নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর পৌরসভার ৯ টি ওয়ার্ডের সাড়ে ৪শ’ পরিবারের মাঝে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু তার নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আজ রবিবার বেলা ১১ টার দিকে কানাইখালী এলাকা থেকে নাটোর পৌরসভার ৯ টি ওয়ার্ডের চা ষ্টল মালিক, রিক্সা চালক এবং দিন মজুরদের প্রায় সাড়ে ৪ শ’ পরিবার প্রতি ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ভোজ্য তেল, ১ কেজি আলু ও সাবান বিতরণ করা হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে অনুপ্রাণিত হয়ে তিনি তার সামর্থ অনুযায়ী এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমাজের বিত্তবানদের প্রতি সমাজের দরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি ।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …