নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার পৌনে দুই কোটি টাকার ৭টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের হরিশপুর মহল্লায় এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী।
কুয়েত সরকারের অর্থায়নে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নাটোর পৌরসভার ১কোটি ৭৭লক্ষ ৫৬ হাজার ৮৭৪ টাকা ব্যয়ে একটি প্যাকেজে ৭টি রাস্তা ৩ নং ওয়ার্ডের কামারপাড়া সেন বস্ত্রালয়ের বাড়ি হইতে কামারপাড়া মন্দির পর্যন্ত ২২০ মিটার আর.সি.সি রাস্তা, ৬নং ওয়ার্ডের বাটার গলির মোস্তফা মাষ্টারের বাড়ী হইতে ইকবালের বাড়ি পর্যন্ত ২২০মিটার আর.সি.সি রাস্তা, আলাইপুর অনিমা চৌধুরী অডিটোরিয়াম হতে শাহীন স্কুল পর্যন্ত ২২০ মিটার আর.সি.সি রাস্তা, আলাইপুর মেইন রোডের রাজা-বাদশা ফার্নিচারের দোকান হইতে নুরবাগ মসজিদ পর্যন্ত ২৫০ মিটার আর.সি.সি রাস্তা,আলাইপুর মেইন রোড হইতে শাহীন স্কুল হইয়া নুরবাগ মসজিদ পর্যন্ত ২৫০মিটার আর.সি.সি.মেধা কোচিং হইতে নিচাবাজার পর্যন্ত ২২০ মিটার আর.সি.সি রাস্তা, এবং সোনালী ব্যাংক নীচাবাজার রোড ২০০ মিটার আর.সি.সি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।
এসময় মেয়র বলেন, জনগণের দীর্ঘদিনের কষ্টের লাঘব হবেআশা করছি।