মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর পৌরসভার পক্ষ থেকে ঐতিহাসিক ৭ মার্চ পালন

নাটোর পৌরসভার পক্ষ থেকে ঐতিহাসিক ৭ মার্চ পালন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর পৌরসভার পক্ষ থেকে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। শনিবার সকাল আটটার দিকে পৌর ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এই অনুষ্ঠান শুরু হয়।পরে সেখানে বঙ্গবন্ধুসহ তার পরিবার ও লাখো শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পৌর মেয়র উমা চৌধুরীর নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পৌর মেয়র জানান বাংলার অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার ৭ই মার্চের ভাষণে এই আহ্বান না হলে হয়তো জাতি স্বাধীন হতো না।

“প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” “জয় বাংলা”। এই ভাষণটি এই আহ্বানটি সকলকে হৃদয়ে ধারণ করতে হবে।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …