বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর পৌরসভার ত্রাণ বিতরণ

নাটোর পৌরসভার ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর পৌরসভার ১০০ জন অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে পৌরসভা প্রাঙ্গণে দুঃস্থ অসহায় মানুষদের খাদ্যসহায়তা তুলে দেয়া হয়। খাদ্য সহায়তা তুলে দেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।

এই ত্রাণ বিতরণ কালে মেয়র জানান, করোনা ভাইরাস এর প্রভাব পড়েছে সর্বত্র। সাধারণ মানুষ কর্মহীন হয়ে আয়-রোজগার হীন হয়ে পড়েছে। দেশের অর্থনীতি সচল রাখা এই মানুষগুলোর জন্য প্রধানমন্ত্রী এই উপহার তুলে দিচ্ছেন সাধারণ মানুষের মাঝে। ৪নং ওয়ার্ডের ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার পৌছে দিলাম। তিনি এটিকে ত্রাণ বলছেন না এটিকে তিনি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গণ্য করছেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …