নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ই ফেব্রুয়ারী। আজ রবিবার ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর এ তফসিল ঘোষণা করেন।
তফসিলে উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই এর তারিখ ১৯ জানুয়ারি। এবং মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২৬ জানুয়ারি ।
এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮শে ডিসেম্বর। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ই জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …