সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌরসভার উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নাটোর পৌরসভার উদ্যোগে দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর পৌরসভার উদ্যোগে দুঃস্থ গরীব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল দশটার দিকে শহরের কানাইখালি মহল্লা থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়। সরকারি সহায়তার ৫ কেজি চাল এবং মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ডাল এবং আলু বিতরণ করা হয়। এসকল খাদ্য সামগ্রী নিজ হাতে বিতরণ করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। গতকাল থেকে শুরু করে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে  গিয়ে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। সেই সাথে যাতে মানুষ ঘরের বাইরে না আসেন  সেই পরামর্শও দেয়া হচ্ছে। উল্লেখ্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে নাটোর জেলায় ১৬৫ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …