শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

নাটোর পৌরসভার উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার উদ্যোগে বাঙালীর মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে এই উপলেক্ষ্যে পৌরসভা প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মেয়র উমা চ্যেধুরী জলি।

দিবসের শুরুতে পৌর প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র। পুষ্পমাল্য অর্পণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশের স্বাধীকার আন্দোলন, ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর বেগম পান্না, কাউন্সিলর ফরহাদ হোসেন, পৌর কর্মচারী সংসদের সভাপতি প্রভাত চন্দ্র প্রমুখ।

এসময় মেয়র বলেন ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালীর মুক্তির সনদ। সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা আন্দোলন ঘোষণা না করলে আজ আমরা স্বাধীনতা অর্জন করতে পারতামনা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …