নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোর পৌরসভায় ৩য় দফা ওএমএসের কার্ড বিতরণ

নাটোর পৌরসভায় ৩য় দফা ওএমএসের কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভায় ৩য় দফা ওএমএসের কার্ড বিতরণ করা হয়েছে। মেয়র উমা চৌধুরী জলি সোমবার রাতে তার নিজস্ব অফিসে রাত আটটার দিকে এই কার্ড বিতরণ করেন। করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় নাটোর পৌরসভার ০৯টি ওয়ার্ডের মধ্যে ১, ২, ৩, ৪, ৫নং ওয়ার্ডের সুবিধা ভোগী বাসিন্দাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিশেষ ওএমএস (চাউল) প্রদানের লক্ষ্যে ৩য় ধাপে চাউলের কার্ড হস্তান্তর করা হলো। এই কাজগুলি ওয়ার্ডবাসীর পক্ষে গ্রহণ করেন সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।

উল্লেখ্য মঙ্গলবার দুপুর বারোটার দিকে পৌর কার্যালয়ে বাকি চারটি ওয়ার্ডের কার্ড ত্রাণ উপ-কমিটির হাতে তুলে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত সরকার প্রমুখ।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …