নিজস্ব প্রতিবেদক:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। আজ ২৮ মে রবিবার সকাল দশটার দিকে পৌর মিলনে মিলনায়তনে এই উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর নাফিউ ইসলাম অন্তরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মলয় রায়, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কোহিনুর বেগম পান্না, নার্গিস পারভীন, আয়েশা খাতুন সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা সভার প্রথমেই প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
