রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌরসভায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নাটোর পৌরসভায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ ১০ জানুয়ারি সকাল দশটার দিকে পৌরসভা প্রাঙ্গনে এই উপলক্ষে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া, এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে পৌরসভার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু দীর্ঘদিন পর পাকিস্তানের কারাগারে কারাভোগের পর দেশে ফিরে আসা এবং পরবর্তীতে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়ার উপরে আলোচনা করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …