সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোর পৌরসভায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয় রাস্তা সংস্কারের উদ্বোধন

নাটোর পৌরসভায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয় রাস্তা সংস্কারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয় রাস্তা সংস্কারের উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। শুক্রবার বেলা ১১ টার দিকে উত্তর চৌকির পারে এই রাস্তা উদ্বোধন করেন তিনি।

বহুপ্রতীক্ষিত নাটোর পৌরসভার ১নং ওয়ার্ডের নাটোর রাজবাড়ী মেইনগেট হইতে চৌকিরপাড় মোড়‌ পর্যন্ত দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ৪০ লক্ষ টাকা ব্যয়ে সেই ১১৫০ মিটার রাস্তার ডাব্লু.বি.এম কার্পেটিং কাজ শুরু হলো।

রাস্তা উদ্বোধনের সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাস্তা সংস্কার কাজের উদ্বোধন কালে মেয়র জানান, স্বল্পআয়ের এই পৌরসভার সবগুলো উন্নয়ন একসঙ্গে করা সম্ভব হয় না। তারপরেও আজকে এই কাজ শুরু করার পর জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে বলে আশা করছি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …