রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌরসভায় এক কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৬ টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নাটোর পৌরসভায় এক কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৬ টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভায় এক কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৬ টি আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৪ নভেম্বর শনিবার সকালে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। এসময় তিনি জানান, এখনকার সকল রাস্তাই দীর্ঘস্থায়ী করা হবে। বাংলাদেশ এবং কুয়েত উন্নয়ন সংস্থার সহযোগিতায় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তার নির্মাণ বাস্তবায়ন করছে নাটোর পৌরসভা।

মেয়র জানান, জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘব হতে চলেছে। ভাঙ্গা খানাখন্দভরা রাস্তা এখন ঢালাই রোডে পরিনত হবে।

উল্লেখ্য, নীচাবাজার শ্রী কৃষ্ণ স্টোরের রাস্তার মাথা হতে রসুলের মোড় পর্যন্ত আর.সি.সি (চেইঃ ০০-৩৩০.০০মিটার) *২নং ওয়ার্ডের ছায়াবানী মোড় হতে স্বর্ণকারপট্টি আর.সি.সি রাস্তা নির্মাণ (০০.১৭৫.০০ মিটার) ২নং ওয়ার্ডের মাদ্রাসা মোর লার্জফার্মা থেকে নতুন পৌরসভা অফিস (নাটোর-বগুড়া মহাসড়ক) মাদ্রাসা মোড় পর্যন্ত আর.সি.সি রাস্তা নির্মাণ ( ০০.২২৫.০০+০০.১৭৫.০০) মিটার নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ডের চক্রামপুর আব্দুস সামাদের বাড়ি হতে মাদার বক্স জিন্নাহ স্কুল চক্রামপুর পর্যন্ত আর.সি.সি রাস্তা নির্মাণ ( ০০.১২০.০০ মিটার) ৫ নং ওয়ার্ডের কান্দিভিটুয়া মালেক শেখের বাড়ি আগ হতে হেলাল উদ্দিনের বাড়ি পর্যন্ত আর.সি.সি রাস্তা নির্মাণ (০০.১৯০.০০) মিটার *৫ নং ওয়ার্ডের কান্দিভিটুয়া আব্দুল আজিজের বাড়ি হতে নাটোর-রাজশাহী মহাসড়ক পর্যন্ত আর.সি.সি রাস্তা নির্মাণ (০০.৬০.০০) মিটার রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হলো।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …