নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর পৌরসভায় অবস্থিত ৬০ টি মন্দিরে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি তার নিজ কার্যালয়ে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। পৌরসভার মধ্যে সাতটি মন্দিরের পুরোহিত এবং সভাপতি-সম্পাদকের হাতে এই স্যানিটাইজার তুলে দেয়া হয়।
এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পরে পৌর মেয়র উপস্থিত পুরোহিত এবং মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দকে জানান, মন্দিরে আগত ভক্তবৃন্দ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত আপনারা নিজ গৃহে বসেই পূজার্চনা করবেন। মন্দিরে পুরোহিত এবং সেবায়েত ছাড়া এই মুহূর্তে কেউ আসবেন না।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সদস্য রণজিৎ দাস, সুবল দাস প্রমুখ। উল্লেখ্য গতকাল পৌরসভায় ১’শ আটটি মসজিদের ইমাম মুয়াজ্জিনের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন তিনি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …