নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌরসভায় অবস্থিত ৬০ টি মন্দিরে হ্যান্ড স্যানিটাইজার প্রদান

নাটোর পৌরসভায় অবস্থিত ৬০ টি মন্দিরে হ্যান্ড স্যানিটাইজার প্রদান

নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর পৌরসভায় অবস্থিত ৬০ টি মন্দিরে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি তার নিজ কার্যালয়ে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। পৌরসভার মধ্যে সাতটি মন্দিরের পুরোহিত এবং সভাপতি-সম্পাদকের হাতে এই স্যানিটাইজার তুলে দেয়া হয়।

এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পরে পৌর মেয়র উপস্থিত পুরোহিত এবং মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দকে জানান, মন্দিরে আগত ভক্তবৃন্দ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত আপনারা নিজ গৃহে বসেই পূজার্চনা করবেন। মন্দিরে পুরোহিত এবং সেবায়েত ছাড়া এই মুহূর্তে কেউ আসবেন না।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সদস্য রণজিৎ দাস, সুবল দাস প্রমুখ। উল্লেখ্য গতকাল পৌরসভায় ১’শ আটটি মসজিদের ইমাম মুয়াজ্জিনের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন তিনি।

আরও দেখুন

রাসিক মেয়রের পক্ষ থেকে বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:প্রেস বিজ্ঞপ্তি, ০৫ জুলাই ২০২৪বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় …