রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পুণঃ নির্মিত মন্দিরে শ্রীশ্রী জয়কালী মাতা ও অপর তিন বিগ্রহ পুণঃস্থাপন

নাটোর পুণঃ নির্মিত মন্দিরে শ্রীশ্রী জয়কালী মাতা ও অপর তিন বিগ্রহ পুণঃস্থাপন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর লালবাজারে পুণঃ নির্মিত মন্দিরে শ্রীশ্রী জয়কালী মাতা ও অপর তিন বিগ্রহ পুণঃস্থাপন করা হয়েছে। আজ সোমবার সকালে পুণঃস্থাপন করে পূজা অর্চনার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন।

অর্ধবঙ্গেশ্বরী মহা-রাণী ভবানী শহর নাটোরের লালবাজারে শ্রী শ্রী জয়কালী মাতার মন্দিরটি স্থাপন করেছিলেন। সেখানে শ্রী শ্রী জয়কালী মাতাসহ অন্যান্য দেবীর নিত্য পূজা সম্পন্ন হতো। কালের বিবর্তনে মন্দিরটি পূরাতন হওয়ায় এবং স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুণঃ নির্মাণের প্রয়োজন দেখা দেয়। পরে মন্দির কমিটির আবেদনের প্রেক্ষিতে ও ভারত সরকারের উন্নয়ন সহযোগিতায় মন্দিরটি পুণঃ নির্মাণ করা হয়।

সেই পুণঃ নির্মিত মন্দিরে শ্রী শ্রী জয়কালী মাতা বিগ্রহ, শ্রী শ্রী মহাকালী মাতা বিগ্রহ, শ্রী শ্রী জয়দুর্গা মাতা বিগ্রহ ও শ্রী শ্রী মহালক্ষী মাতা বিগ্রহ পুণঃস্থাপন করে অভিষেক ও সম্মেলক পূজা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় আরতী অনুষ্ঠান ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …