সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

নাটোর থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:
নাটোর থেকে রাজশাহীর হত্যা মামলার আসামী নান্নু হোসেন (২৫), কে গ্রেফতার করেছে র‌্যাব। ৬ সেপ্টেম্বর সোমবার বিকেল চারটার দিকে তাকে সদর উপজেলার চাঁদপুর আমজাদ খান মেমোরিয়াল হাসপাতাল এলাকা থেকে গ্ৰেফতার করে র‌্যাব। গ্ৰেফতারকৃত নান্নু হোসেন রাজশাহী জেলার বাঘা উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের মোরশেদ আলীর ছেলে।

র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল আজ ৬ সেপ্টেম্বর সোমবার বিকেল চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাটোর সদর থানাধীন চাঁদপুর গ্রামের আমজাদ খান মেমোরিয়াল হাসপাতাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে রাজশাহীর চারঘাট থানার হত্যা মামলার পলাতক আসামী নান্নু হোসেনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন ভাটপাড়া গ্রামে গত ১৩ আগস্ট সকাল সাতটার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে মতিউর রহমান কে ১৩ জন আসামী নির্মম ভাবে হত্যা করে। উপরোক্ত ঘটনায় আসামীকে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্থান্তর করা হয়েছে

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …