বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোর ডাকাতি করে যাওয়ার পথে কুমিল্লা থেকে ডাকাত সদস্য গ্রেফতার

নাটোর ডাকাতি করে যাওয়ার পথে কুমিল্লা থেকে ডাকাত সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:


নাটোর থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া দুই ট্রাক মালামাল সহ ৮ ডাকাত সদস্যকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার তাদের গ্রেফতার করে মালামাল সহ তাদের সন্ধ্যায় নাটোরে নিয়ে আসা হয়।

নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গত ২৩ মে রাতে সদর উপজেলার দিয়ার সাতুরিয়া থেকে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) প্রজেক্ট শেয়ারার ইন্ডিয়ান ট্রান্সরেইল লিমিটেড এর ওয়ার হাউজের সিকিউরিটি গার্ডদের মারধর দুটি ট্রাকে প্রায় ৪ কোটি টাকার টাওয়ার, পার্টস, লোহার রড ডাকাতি করে নিয়ে যায়। পরের দিন ২৪ তারিখে এ ঘটনায় একটি মামলা হয় সদর থানায়। মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায় ডিএমপি ডিবি টিম কুমিল্লার চৌদ্দগ্রামে চেকপোস্ট করাকালে উক্ত ডাকাতির মালামাল সহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি দুইটি ওই সড়ক পার করেছে, পরে নাটোর পুলিশ কুমিল্লার ডিবি টিমের সহযোগিতায় আসামীদের লোকেশন ট্র‌্যাক করে কুমিল্লা থেকে মালামাল সহ ২ টি ট্রাক উদ্ধার ও ৮ জন ডাকাতকে গ্রেফতার করে নাটোরে নিয়ে আসে।

পরে অন্য একটি মামলায় ঢাকা ডিবি পুলিশ তিন ডাকাতকে ঢাকায় নিয়ে যায়

আরও দেখুন

আলোচিত দেলোয়ার পাশা অপহরণ মামলায় আরো দুই আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার পাশা অপহরণ মামলায় আরো দুই আসামীকে …