সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জেলে মাদক মামলার এক কয়েদির মৃত্যু

নাটোর জেলে মাদক মামলার এক কয়েদির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলে ওসমান শেখ (৩৩) নামের মাদক মামলার এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল ১৭ মার্চ বৃহস্পতিবার রাত আটটার দিকে অসুস্থ হয়ে পড়লে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে এবং নাটোর জেলের কয়েদি নং-৬৯১২/৭।

নাটোর জেল সূত্রে জানা যায়, চলতি মাসের ১৪ তারিখে মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়। ওই দিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন। গতকাল রাত সোয়া আটটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …