বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আটক, এক ঘন্টা পর জামিন

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আটক, এক ঘন্টা পর জামিন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া)কে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই তাকে তার শহরের বাসা থেকে আটক করে নাটোর আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে আটক করে তাকে আদালতে তোলার বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসনের একাধিক সূত্র।

এদিকে আদালতে তোলা হলে আদালত তাকে জামিন দিয়েছে বলে জানা গেছে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত ) আব্দুল মতিন বলেন ঢাকার ৪টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। আটক করে আদালতে পাঠানো হয়ছে। নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া)কে ০৪ টি মামলায় (০১। সিআর ৮৯১/১৯, রমনা থানা, ঢাকা। ০২) সিআর ২৭০০/১৮ মতিঝিল থানা, ঢাকা। ০৩) সিআর ২৭০১/১৮ মতিঝিল থানা, ঢাকা। সিআর ২৮৯৯/১৮ মতিঝিল থানা, ঢাকা) আটক করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।

এদিকে এরিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানান তারা জানান যে তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে তারই অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *