নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে বৃহস্পতিবার কঠোর অবস্থানে ছিল জেলা প্রশাসন। বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন উপজেলার ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ২০ টি মোবাইল কোর্টে গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হোম কোয়ারেন্টাইন না মানা সহ বিভিন্ন অপরাধে সর্বমোট ৫৭,৬০০ টাকা জরিমানা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য, সিংড়ায় পৌরসভা হাট বন্ধ করা এবং ইজারাদারকে ২০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া, লালপুরে সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় একটি মিস্টির দোকানকে ১০,০০০ টাকা জরিমানা এবং সদরের বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইন না মানায় ৭ জন বিদেশ ফেরত ব্যক্তিকে ৮৫০০ টাকা জরিমানা। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, নাটোরবাসীকে করোনামুক্ত রাখার জন্য এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে। তাই সকলকে একান্ত আবশ্যকীয় কাজ ব্যতীত ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ করা হল।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …