মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জেলা পুলিশের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নাটোর জেলা পুলিশের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে সাতটি থানার জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ওই স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এছাড়াও করোনার সম্মুখ যোদ্ধা সাংবাদিকদের হাতেও এসকল স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নাটোর সদর হাসপাতালেও যদি অক্সিজেন সংকট থাকে সেক্ষেত্রেও আমাদের পুলিশ বাহিনী থেকে অক্সিজেন পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরো জানান, পুলিশ-অপুলিশ সকলের জন্য এই সুযোগ সমানভাবে থাকবে। যাদের প্রয়োজন হবে জানানো মাত্র আমাদের বাহিনীর সদস্যরা গিয়ে সকল ব্যবস্থা করে দিয়ে আসবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী সহ প্রমুখ।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …