সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোর জেলা পুলিশের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ

নাটোর জেলা পুলিশের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোর জেলা পুলিশের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তুলে দেয়া হয়।

নাটোর জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে করোনা ভাইরাসের আক্রমণ ও সংক্রমণ থেকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রেখে পুলিশি কার্যক্রম অব্যাহত রাখতে জেলা পুলিশের সকল ইউনিট থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ, পুলিশ লাইন, ডিএসবি, ডিবি এর মাঝে পিপিই, হ্যান্ড গ্লাভস, ফেস সিল্ড ও ভিটামিন সি ট্যাবলেট বিতরণ করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম (বার)।

সাধারণ জনগণের পরে সবচেয়ে বেশি যারা সংক্রমিত হচ্ছেন দেশের সম্মুখযুদ্ধ বলে পরিচিত এই পুলিশ বাহিনী। তাই পুলিশকে নিরাপদ রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …