সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মুকুল, সম্পাদক রাজা

নাটোর জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মুকুল, সম্পাদক রাজা

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা ঠিকাদার কল্যাণ সমিতিতে সৈয়দ মোস্তাক আলী মুকুলকে সভাপতি এবং আব্দুল আওয়াল রাজাকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠণ করা হয়েছে। ১৭ এপ্রিল রোববার শহরের একটি কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়। এতে নাটোর জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি মীর আমিরুল ইসলাম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু সহ জেলার ঠিকাদাররা ইফতার মাহফিল ও কমিটি গঠনে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …