মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জেলা জামায়াতের সাবেক আমিরসহ ৫০ নেতাকর্মী আটক

নাটোর জেলা জামায়াতের সাবেক আমিরসহ ৫০ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক বেলাল-উজ-জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলামসহ ৫০ নেতাকর্মীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর শহরের চকগোপাল মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জেলা শিবিরের পক্ষ থেকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে মুক্তি দাবি করা হয়েছে। জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আল-আমিন সাক্ষরিত এক প্রেস রিলিজে গ্রেফতার নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়েছে, ছাত্রশিবিরের কর্মীদের ‘‘ করোনা ভাইরাস’’ সংক্রান্ত জনসচেতনামূলক ও সমাজকল্যাণমূলক শিক্ষা সভা হতে নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে, যা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান ছাত্রশিবিরের এ নেতা।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …