শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোর জেলা চতুর্থ, এগিয়ে মেয়েরা -নারদবার্তার পক্ষ থেকে অভিনন্দন

নাটোর জেলা চতুর্থ, এগিয়ে মেয়েরা -নারদবার্তার পক্ষ থেকে অভিনন্দন

বিশেষ প্রতিবেদকঃ
আজকের প্রকাশিত ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে রাজশাহী বোর্ডে চতুর্থ স্থানে রয়েছে নাটোর জেলা। ৯০ দশমিক ৪২ শতাংশ পাশের হার নাটোর জেলার। জেলাতে ছেলেদের তুলনায় একটু এগিয়ে রয়েছে মেয়েরা। বোর্ডে প্রথম তিন জেলা হলো জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া। পর্যায়ক্রমে এই জেলাগুলোর পাশের হার ৯৫.৯৭, ৯২.৩৩ ও ৯২.২৭। নাটোর থেকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৭৪৬ জন।

এবার নাটোর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৮হাজার ৭১১জন, পাশ করেছে ১৬হাজার ৯১৮জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৪৩৮ জন, পাশ করেছে ৮হাজার ৪২০জন এবং ছেলেদের গড় পাশের হার ৮৯.২১। মোট মেয়ে পরীক্ষার্থী ছিল ৯ হাজার ২৭৩জন, পাশ করেছে ৮ হাজার ৪৯৮জন। মেয়েদের গড় পাশের হার ৯১দশমিক ৬৪। বোর্ড পর্যায়ে নাটোর জেলার জন্য সম্মান জনক ফলাফল এনে দেয়ায় নারদবার্তার পক্ষ থেকে সকল কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভ কামনা।

আরও দেখুন

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার …