সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর জেলা আ.লীগের সভাপতি কুদ্দুস, সাধারণ সম্পাদক রমজান

নাটোর জেলা আ.লীগের সভাপতি কুদ্দুস, সাধারণ সম্পাদক রমজান

সভাপতি পদে অধ্যাপক আব্দুল কুদ্দুস, আহাদ আলী সরকার ও আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম রমজান, শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ মুর্তুজা বাবলু ও মালেক শেখ প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সভাপতি পদ থেকে আহাদ আলী সরকার ও আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদ থেকে শফিকুল ইসলাম শিমুল, সৈয়দ মুর্তুজা বাবলু ও মালেক শেখ তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে সভাপতি পদে পূণরায় অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম রমজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৭ বছর পর সম্মেলনে উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক ড. হাছান মাহমুদ।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …