নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতি নাটোর জেলা শাখা।
আজ ৩ মার্চ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নাটোর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ইট প্রস্তুতকারী সমিতির সহ-সভাপতি আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর -৪ আসনের সংসদ সদস্য আবুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, হাইওয়ে পুলিশের বগুড়া জোনের পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …