নিজস্ব প্রতিবেদক
আগামী ২০ ফেব্রুয়ারী আসন্ন নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২০ উপলক্ষে নাটোর জেলা জর্জ কোর্ট চত্ত্বরে আইনজীবীদের সাথে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল প্রার্থীদের সাথে বিজ্ঞ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয। রবিবার সকালে জজ কোর্ট চত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাটোর জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সুশান্ত কুমার ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, আইন সম্পাদক এডভোকেট প্রসাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ প্রমুখ।
আইনজীবীদের নিরাপত্তা স্বার্থ সংরক্ষণের এবং উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল প্রার্থীদের নির্বাচিত করার জন্য অনুরোধ জানান মতবিনিময় সভার সভাপতি শফিকুল ইসলাম শিমুল।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …