রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / শিক্ষা / নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মতিন

নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মতিন

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুরুশত মতিন চলতি বছরে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান বিষয়ক জেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ আবুরুশত মতিনকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার ঘোষণা করেন।

মতিন বগুড়ার কাহালু উপজেলার এরুইল গ্রামের আব্দুল কাদের আকন্দ ও রমিছা বেগম দম্পতির পুত্র। তিনি রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স পাশ করেন। ২০০৩ সালে কাহালুর ওলাহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৭ সালে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান। ২০১০ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে পাবনার বেড়া উপজেলায় যোগদান করেন তিনি। এরপর ২০১৭ সালের ৬ই সেপ্টেম্বর সিংড়া উপজেলায় বদলি হন।

মতিন প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করেছেন। এছাড়াও তিনি একজন সাহিত্যপ্রেমী মানুষ। বিভিন্ন কবিতা, গল্প ও প্রবন্ধ লেখোলেখি করেন তিনি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …