রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জেলার আত্মসমর্পণকারী ব্যক্তিদের মাঝে লভ্যাংশের নগদ অর্থ বিতরণ

নাটোর জেলার আত্মসমর্পণকারী ব্যক্তিদের মাঝে লভ্যাংশের নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: 

নাটোর জেলার আত্মসমর্পণকারী ব্যক্তিদের পুনর্বাসন প্রকল্পের আওতায় মাছ চাষে অর্জিত লভ্যাংশের আংশিক নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদ এই অর্থ বিতরণ করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, এনএসআই উপ-পরিচালক শাহিনুর সিদ্দিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসনের আয়োজনে মোট ২২ জন আত্মসমর্পণকারীদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে লভ্যাংশ প্রদান করা হয়।
এ বছর প্রকল্পের আওতায় মৎস্য চাষ করে তারা বিশ লক্ষাধিক টাকার মাছ বিক্রয় করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, পুনর্বাসনের আওতায় আরো ৫৮ লাখ টাকা পাওয়া গেছে যা পরবর্তীতে সবার সমন্বয়ে আলোচনার মাধ্যমে প্রকল্প হাতে নেওয়া হবে।

উল্লেখ্য এর আগে সরকারের আহবানে সাড়া দিয়ে এই চরমপন্থীরা আত্মসমর্পণ করেন। সরকার তাদের পুনর্বাসনে নানা প্রকল্প বাস্তবায়ন করেছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …