নিজস্ব প্রতিবেদক:নাটোর জেলায় প্রবেশ বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ। শুক্রবার সকাল থেকে বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সড়ক,নাটোর-বগুড়া ও নাটোর-পাবনা মহাসড়কের নাটোর প্রবেশ মুখে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য জেলা থেকে নাটোর জেলায় প্রবেশ বন্ধ করতেই মূলত এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। জরুরী পণ্য পরিবহন যান বাহন ছাড়া সকল সকল ধরনের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।
জেলা লক ডাউন করা হয়েছে কিনা এমন প্রশ্নে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, এটা লক ডাউন নয়।গণ পরিবহন বন্ধ থাকায় জনগণ লুকিয়ে পণ্যবাহী ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফিরছে। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা থেকে মাছের ট্রাকে করে বাড়ি ফিরে আসছে। নারায়ণগঞ্জ এখন করোনা ভাইরাসের হটস্ পট । তাই সেটি আটকাতেই মূলত এই ব্যবস্থা নেয়া হয়েছে।