মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর জেলায় আশ্রয়ণ প্রকল্পের আরো ৫৬৭টি বাড়ি হস্তান্তরের জন্যে প্রস্তুত

নাটোর জেলায় আশ্রয়ণ প্রকল্পের আরো ৫৬৭টি বাড়ি হস্তান্তরের জন্যে প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক:  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নাটোর জেলার তিনটি উপজেলায় হস্তান্তরের জন্যে ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো ৫৬৭টি গৃহ প্রস্তুত হয়েছে। আগামী ৯ আগস্ট উপকারভোগীদের মাঝে জমির দলিলসহ গৃহের চাবি হস্তান্তর করা হবে। 

ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকুলে দলিলের নাম খারিজের কাজ শেষ হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নাছের ভুঁইয়া এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান। এর মধ্যে নাটোর সদর উপজেলায় ১০০টি, নলডাঙ্গা উপজেলায় ১০৮টি এবং সিংড়া উপজেলায় ৩৫৯টি গৃহ রয়েছে। প্রতিটি গৃহের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা। এর আগে জেলার বাগাতিপাড়া উপজেলা ২০২২ সালের ১৮ জুলাই এবং গুরুদাসপুর, বড়াইগ্রাম ও লালপুর উপজেলা গত ২৭ ফেব্রয়ারি ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম, রেভিনিউ ডেপুটি কালেক্টর শামিমা আক্তার জাহান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …