নিজস্ব প্রতিবেদক:ক্রমাগত করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় আজ বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলা কে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই লোক ডাউনের ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসক,ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভাপতি মোঃ শাহরিয়াজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল গণপরিবহন বন্ধ থাকবে। জরুরী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া বা কৃষি পণ্য পরিবহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। কেউ জেলাতে ঢুকতেও পারবেন না আবার বেরও হতে পারবেন না। এমনকি এক উপজেলার লোকজন অন্য উপজেলাতেও যেতে পারবেননা। এই নির্দেশ অমান্যকারী কে আইনের আওতায় আনা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …