সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোর জজ কোর্টের তিন আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

নাটোর জজ কোর্টের তিন আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নাটোর জজ কোর্টের তিন আইনজীবী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুল ইসলাম, প্রয়াত এ্যাডভোকেট অচিন্ত্য কুমার কুন্ডু এবং এ্যাডভোকেট কাইউম উদ্দিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দ্যেশ্যে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে  জেলা ও দায়রা জজ এর এজলাস কক্ষে শারিরীক দুরত্ব বজায় রেখে সীমিত উপস্হিতিতে  ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়।সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রসাদ তালুকদার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম মালেক শেখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শ্রীমদ্ভাগবত গীতা থেকে পাঠ করা হয়। প্রয়াত আইনজীবীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে তাদের আত্মার শান্তি কামনায় উভয় ধর্ম মতে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজসহ সিনিয়র জুনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ্যাডভোকেট অচিন্ত্য কুমার কুন্ডু চলতি বছরের ৩১ মার্চ লালপুর উপজেলার গোপালপুর নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুল ইসলাম একই বছরের ১০ মে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে মৃত্যু বরণ করেন এবং এ্যাডভোকেট কাইউম উদ্দিন ৩০ মে ঢাকায় তার ছেলের বাসায় মৃত্যু বরণ করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *