নিজস্ব প্রতিবেদক:
নাটোর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখ চাষী নেতৃবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার বেলা এগারোটার দিকে নাটোর চিনিকলের মূল ফটকে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় চিনিকলের শ্রমিক-কর্মচারি এবং আখচাষী কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন, সাধারন সম্পাদক ময়েজ উদ্দিন সরকার,নাটোর জেলা আখ চাষী ফেডারেশনের সভাপতি রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি রিনা পারভীন প্রমুখ।
দাবি আদায় না হলে তারা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।
নীড় পাতা / জনদুর্ভোগ / নাটোর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখ চাষী নেতৃবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …