সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম সমাপ্ত

নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক:
নাটোর চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শেষ হয়েছে। চিনিকলে ৫৫ হাজার ৯৫৯ টন আখ মাড়াই করে তিন হাজার চার টন চিনি উৎপাদন হয়েছে।

গত বছরের ৩ ডিসেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। ৪২ মাড়াই দিবসে ৫০ হাজার টন আখ মাড়াই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত প্রায় ছয় হাজার টন আখ মাড়াই করতে সক্ষম হয় এই চিনিকল। অপরদিকে তিন হাজার টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে অতিরিক্ত চার টন চিনি উৎপাদন হয়েছে। আখ মাড়াই কার্যক্রমে চিনি আহরণের হার ছিলো ৫.৩৬ শতাংশ।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকর বলেন, সোমবার রাতে চিনি উৎপাদনের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …