নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গণি কম্পিউটার এন্ড আই এসপিসলিউশন সার্ভিস সেলস্ শোরুমের ফিতা কেটে, মিলাদ মাহফিলের ও আলোচনার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। শহরের বড়হরিশপুর চকরামপুর এলাকায় কম্পিউটার এন্ড আই এসপি সলিউশন সার্ভিস’র সেলস্ এর শোরুমের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতছিলেন, গণি কম্পিউটার এন্ড আই এসপি সলিউশন সার্ভিসের সিইও আল সাকিক রাফি, ম্যানেজার শরিফুল সরকার, এস.আর. রবিউল করিম অভি, জুনিয়র এক্সিকিউটিভ আসিফ পারভেজ, আলহাজআব্দুল করিম, এমদাদ হোসেন বাসেদ, মুসলিম উদ্দিন, কুদ্দুস, আশরাফ, মাসুম সহ প্রমূখ।
গণি কম্পিউটার সেলস্ এন্ড সার্ভিস এর পরিচালক আল সাকিক রাফি বলেল, এখানে বিভিন্নব্রান্ডের কম্পিউটার, ল্যাপটপ ও কম্পিউটার, ল্যাপটপের যাবতীয় সরঞ্জাম খুচরা ও পাইকারী সুলভমূল্যে পাওয়া যাবে। এছাড়াও বিক্রয়োত্তর সার্ভিস সেবা দেওয়া হবে।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …