নিজস্ব প্রতিবেদক:
নাটোর কারাগারে গতরাতে এক কয়দির মৃত্যুর পর আজ ভোরে আরো এক হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নাটোরের জেলার আব্দুল বারেক জানান, আনছার শেখ নামের ওই হাজতি একটি হত্যা মামলায় আসামি হিসেবে জেলখানায় ছিলেন। গতরাতে তার বুকে ব্যথা হলে প্রথমে জেলখানা হাসপাতলে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। মৃত আনছারর শেখ পাবনা সদর এলাকার মৃত নূর শেখের ছেলে। গত ১৪ মাস ধরে সে নাটোর জেলখানায় বন্দি ছিল বলেও জানান তিনি।
এছাড়া গতরাতে ওসমান শেখ নামে মাদক মামলার আরো এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে অসুস্থ হয়ে পড়লে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ওসমান শেখ নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে এবং নাটোর জেলের কয়েদি নং-৬৯১২/৭। চলতি মাসের ১৪ তারিখে মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তার সাজা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …