নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সিংড়া ও নাটোর সদর পৌরসভা এলাকায় লকডাউন আরো সাত দিন বৃদ্ধি করেছে জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় আরো ৭ দিনের লকডাউন বৃদ্ধি করা হয়। আজ বেলা এগারোটার দিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে দুটি পৌর এলাকায় আগামী ২২জুন সন্ধ্যে ছয়টা পর্যন্ত লকডাউন বৃদ্ধির সুপারিশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার প্রমূখ।
উল্লেখ্য, গত ২৪ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে নাটোর জেলায় ৪ জন। মৃত্যুবরণ করেছেন এবং ১০১ জন এর নমুনা পরীক্ষা করে ৬১ জন করোনা পজিটিভ হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২১৬৫ এবং মোট মৃত্যু ৩৮ জন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …