নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া ও নাটোর পৌরসভায় মেয়র পদে আ’লীগ সহ ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে দুই পৌরসভায় আওয়ামী লীগের ২ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন,ওয়াকার্স পার্টি ১,ইসলামী শাসনতন্ত্র ১ ও জাতীয় পার্টি ১ এবং স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাগাতিপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী একজন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত শাহিদা খাতুন, আওয়ামী লীগের বিদ্রোহী মৈমুর সুলতান, স্বতন্ত্র (বিএনপি) একে এম শরিফুল ইসলাম লেলিন, স্বতন্ত্র (বিএনপি) আমিরুল ইসলাম (জামাল) ও স্বতন্ত্র (বিএনপি) আনোয়ার হোসেন। এছাড়া বাগাতিপাড়া পৌরসভায় সাধারন সদস্য পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদিকে স্থগিত হওয়া নাটোর পৌরসভার নতুন তফসিল ঘোষণার পর মেয়র পদে মোট ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ইতিপুর্বে ঘোষিত আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র উমা চৌধুরী জলি , আওয়ামী লীগের বিদ্রেহী সাজেদুল আলম খান বুড়া চৌধুরী এবং বিএনপি’র জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী পুর্বে ঘোষিত তফসিলের সময় তাদের মনোনয়ন দাখিল করেন। নতুন করে আরো ৪ জন মনোনয়নপত্র দাখিল করায় নাটোর পৌরসভায় মেয়র পদে মোট প্রার্থীর সংখ্যা ৭ জন। নাটোর পৌরসভায় নতুন ৪ জন মেয়র পদে জমাদানকারীরা হলেন স্বতন্ত্র (বিএনপি) শেখ এমদাদুল হক আল মামুন, ওয়ার্কার্স পাটির মাহামবুবুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির নুরুন নবী মৃধা।
নাটোর পৌরসভায় সাধারন সদস্য পদে ৬৯ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৬ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে নতুন করে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ইতিপুর্বে এই ওয়ার্ডে সাধারন সদস্য পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বর্তমানে এই ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২০ ডিসেম্বর বাছাই এবং ২৭ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ। আগামী ১৬ জানুয়ারী এই দুটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় মেয়র পদে আ’লীগ সহ ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আরও দেখুন
নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,নতুন কমিটি প্রকাশ হওয়ায় আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ ৭ …