রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোর ও পাবনায় ট্রেনের চোরাই জ্বালানী তেলসহ পাঁচজন আটক

নাটোর ও পাবনায় ট্রেনের চোরাই জ্বালানী তেলসহ পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় ও পাবনার ঈশ্বরদীর ফাতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৩০ লিটার ট্রেনের চোরাই তেল সহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার এএসপি জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার টিটিয়া আবেদ মোড় ও ঈশ্বরদীর ফাতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ট্রেনের ৪ হাজার ৩০ লিটার চোরাই তেল, ৩টি মোবাইল ফোন ও একটি ইজিবাইকসহ ৫জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলো, লালপুর উপজেলার ডহরশৈলা এলাকার মৃত সামাদ আলী মন্ডলের ছেলে আবেদ আলী মন্ডল (৫৫), মৃত নবীর আলীর ছেলে মুক্তার হোসেন, ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকার মৃত গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান (৫৫), আব্দুল গাফফারের ছেলে কামাল হোসেন (৩০) ও মৃত মুসা আলীর ছেলে শাহাজাদা (৪৫) ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জব্দকৃত চোরাই ডিজেল বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।আটককৃতদের নামে লালপুর ও ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …