নিজস্ব প্রতিবেদকঃ
ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা ও মসজিদে অগ্নিসংযোগ বন্ধের দাবীতে এবং মুজিব বর্ষে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে তারা এই কর্মসুচি পালন করে। এ সময় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহম্মদ আলী, নলডাঙ্গা শাখার সভাপতি মোঃ আব্দুল্লা, বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি বদরুল আমিনসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন যতদিন পর্যন্ত ভারতে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না হবে এবং তাদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাবে ততদিন পর্যন্ত নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে আসতে দেওয়া হবে না। পরে সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …