সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর আধুনিক সদর হাসপাতাল হাই ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর

নাটোর আধুনিক সদর হাসপাতাল হাই ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: নাটোর আধুনিক সদর হাসপাতালে হাই ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের নুরুল হক মিলনায়তনে এক অনুষ্ঠানে এই হাই ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম(বার)।সিভিল সার্জন কাজী মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নাদিম সারোয়ার,এডি এনএসআই জাহাঙ্গীর আলম,নাটোর আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আনছারুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য অনেক দিন আগে থেকে এই হাই ফ্লো নাজাল ক্যানুলার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল।বিশেষ করে কোভিড-১৯ রোগে আক্রান্ত অনেক রোগী শ্বাস কষ্টের উচ্চ ঝুঁকিতে থাকেন।নাটোর আধুনিক সদর হাসপাতালে এই হাই ফ্লো নাজাল ক্যানুলা সংযুক্ত করায় অনেক দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন ভূক্তভূগীরা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …