নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর আইনজীবী সমিতি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে বন্ধ হয়ে যাওয়া আদালত প্রাঙ্গণে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্নআয়ের লোকজন কর্মহীন ও আয়-রোজগার হীন হয়ে পড়ে। সে কথা বিবেচনায় এনে নাটোর জেলা আইনজীবী সমিতি কর্তৃক আইনজীবী সহকারী ,বারের কর্মচারী, আদালত প্রাঙ্গনে অবস্থিত দোকান মালিক-কর্মচারীদের মাঝে খাদ্য-সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম সহ আইনজীবী নেতৃবৃন্দ।
