নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর আইনজীবী সমিতিতে ও মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আদালত পাড়ায় এই মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম মালেক শেখ করোনা ভাইরাস থেকে বাঁচতে আইনজীবীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন। সেই সঙ্গে প্রতিটি ওয়াশরুমে হাত ধৌত করার সুব্যবস্থাও করেছেন। ৫০০ মাস্ক এবং লিফলেট শুধু আইনজীবীদের মধ্যেই নয় বরং আদালতপাড়ায় আসা বিচারপ্রার্থীদের মাঝেও বিতরণ করা হয়েছে। এই বিতরণকালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ জানান আইনজীবী হিসেবেও পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই বিশ্বের তথা দেশের সংকটকালীন মুহূর্তে নিজে বাঁচার জন্য অন্যকেও নিরাপদে রাখতে হবে। দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য সবাইকে সহযোগিতার হাত সম্প্রসারিত করে দেশ এবং জনগণকে রক্ষা করতে হবে। একই অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার জানান আমরাতো সাধারণ জনগণের বাইরে নই বরং শিক্ষিত এবং সচেতন হওয়ার জন্য দায়িত্বটা অন্যদের চেয়ে একটু বেশি। তাই দেশের এই সংকট কালীন মুহূর্তে আইনজীবী হিসেবে আমাদের নিজেদের সহকর্মীদের তথা বিচারপ্রার্থী জনসাধারণকেও রক্ষা করতে হবে।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …