সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ৯ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব

নাটোরে ৯ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে এক অভিযানে ৯ জন মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার রামাইগাছী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি এস,এম, জামিল আহমেদ, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নাটোর জেলার সদর উপজেলার রামাইগাছী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের আলামতসহ ৯ মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, পশ্চিম হাগুড়িয়া গ্রামের মুকুলের ছেলে জহুরুল ইসলাম(৪৩), একই গ্রামের শাহীনের ছেলে শাহাদত(২২), দুলাল মন্ডলের ছেলে মুকুল মন্ডল(২৫), আব্দুস সামাদের ছেলে আব্দুর রশিদ (৩৪), হোগলবাড়িয়া গ্রামের বাবু রবিদাসের ছেলে রিপন রবিদাস(২০), কানাইখালী এলাকার আকরাম হোসেনের ছেলে মুশফিক হোসেন শাফি(২০), উত্তর পটুয়াপাড়া ঝাউতলা এলাকার বরকত প্রামানিকের ছেলে মকবুল প্রামানিক(৫০), রামাইগাছী এলাকার আজগর শেখের ছেলে রাজিব হোসেন(২৩) এবং বড়হরিশপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইলিয়াস হোসেন(২৩)কে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদকসেবীগণ বিভিন্ন এলাকা থেকে রামাইগাছী এসে উল্লিখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন করছিল বলে এলাকাবসীর সামনে স্বীকার করে। এ ঘটনায় জেলার সদর থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …