রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে ৭৭ ভাগ স্যানিটেশন কাভারেজ অর্জিত

নাটোরে ৭৭ ভাগ স্যানিটেশন কাভারেজ অর্জিত

নিজস্ব প্রতিবেদক:
‘সকলের হাত,সুরক্ষিত থাক’ প্রতিপাদ্যে নাটোরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ পালিত হয়েছে। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে বারবার হাত ধোয়ার আহ্বান জানানো হয়েছে। আজ বৃহষ্পতিবার(১৫ই অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাংবাদিক নাইমুর রহমান প্রমুখ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া জানান, বর্তমানে নাটোর জেলায় শতকরা ৭৭ ভাগ মানুষ স্যানিটেশন কাভারেজের আওতায় এসেছে। শহর অঞ্চলে ল্যাট্রিন ব্যবহার করে ৮৪ ভাগ এবং গ্রামাঞ্চলে ৭১ভাগ।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ …