নিজস্ব প্রতিবেদক:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সার্বিক উন্নয়নের চাবীকাঠি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরে শুরু হয়েছে ৬ মাস মেয়াদী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ। জাতীয় সাংবাদিক সংস্থা, নাটোর জেলা কমিটি এই প্রশিক্ষণের আয়োজন করে। শুক্রবার দুপুরে শহরের কানাইখালী এলাকার কুশুম প্লাজায় প্রশিক্ষণের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতির একান্ত সচিব কামরুল ইসলাম। এসময় এক আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি, দৈনিক আমার সংবাদ এর নাটোর প্রতিনিধি আব্দুল মজিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরাঞ্চল নিউজ ২৪ডটকম (অনলাইন) এর সম্পাদক ও লালপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের জেলা সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম রোজ, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজু আহমেদ, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ সাজেদুর রহমান, সাংবাদিক ও কলামিষ্ট এএসএম মোকাররেবুর রহমান নাসিম এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর নাটোর জেলা প্রতিনিধি এম কামাল মৃধা। প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …