নিজস্ব প্রতিবেদকঃ
নতুন প্রজন্মকে বেশী করে বই পড়ার আহবান জানিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাটোরে ৬ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে শহরের কানাইখালী মাঠে জেলা প্রশাসন আয়োজিত এই বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পরে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরিফুন্নেসা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে নাটোরের লেখক গনেশ পালের লেখা দুটি বইএর মোড়ক উন্মোচন করা হয়। বই মেলায় আগতদের বিনোদনের জন্য প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন মানের বইয়ের মোট ৩০ টি ষ্টল রয়েছে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …