শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে ৬ষ্ঠ জেলা রোভার মুট- ২০২০ এর শুভ উদ্বোধন

নাটোরে ৬ষ্ঠ জেলা রোভার মুট- ২০২০ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ৬ষ্ঠ জেলা রোভার মুট- ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর টেক্সটাইল ইন্সটিটিউট প্রাঙ্গনে এই ষষ্ঠ রোভার মুট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং ষষ্ঠ জেলা রোভার মুট আয়োজক কমিটির আহ্বায়ক গোলাম রাব্বি পিএএ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ। জেলা রোভার স্কাউট এর আয়োজনে ছয় দিনব্যাপী নাটোর ও নওগাঁ জেলার মোট ৩৫০ জন রোভার এবং ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার টেক্সটাইল ইনস্টিটিউট এর সামনে থেকে রোভার স্কাউটদের অংশগ্রহণে নিরাপদ সড়কের জন্য একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হবে। পরে সেখানে মাদক বিরোধী ও একটি সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …