শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে ৫ দিনের মধ্যে কোভিড ইউনিট প্রস্তুতের নির্দেশ

নাটোরে ৫ দিনের মধ্যে কোভিড ইউনিট প্রস্তুতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধির প্রেক্ষাপটে সংশ্লিষ্ঠ রোগীদের চিকিৎসা সক্ষমতা বাড়াতে নাটোরের সদর হাসপাতালের নির্মানাধীন ভবনে ৫ দিনের মধ্যে ৫০ শয্যার অস্থায়ী করোনা ইউনিট স্থাপনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। একই সাথে ভবনটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারকেও নির্দেশ দেন তিনি।

সোমবার দুপুরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের সার্বিক ব্যবস্থাপনার খবর নিতে গিয়ে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক। এ সময় সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনা ভাইরাসের সুচিকিৎসা যাতে নিশ্চিত হয় সেজন্য নির্মানাধীন ভবনে ৫০ শয্যার অস্থায়ী করোনা ইউনিট স্থাপনের নির্দেশনা দিয়েছি। বর্তমানে নাটোর সদর হাসপাতালে ১১ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকি ২০৩ জন নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …